Thursday, May 9, 2024

নীরব ঘাতক ডায়াবেটিস!

নীরব ঘাতক ডায়াবেটিস!

ডায়াবেটিসের কারণে শরীরের অন্যান্য অঙ্গপ্রত্যঙ্গের মতো হাড়, অস্থিসন্ধি, জয়েন্ট ক্যাপসুল বা আবরণী, লিগামেন্ট, টেনডন ইত্যাদিও আক্রান্ত হয়এর ফলে দেখা দেয় নানা সমস্যা

অনলাইন জব। দিনে ৪০০ টাকা ঘরে বসে ইনকাম করতে চাইলে ক্লিক করুন এখনি।

একটি পরিচিত সমস্যা হলো ফ্রোজেন শোল্ডারএর ফলে কাঁধের পেশি টেনডনে প্রদাহ হওয়ায় ব্যথা করে, কাঁধের জয়েন্ট বা অস্থিসন্ধি নাড়াতে সমস্যা হয়চুল আঁচড়ানো, পেছনে বোতাম লাগানো বা পেছনের পকেটে কিছু নিতে সমস্যা হয়অনেক সময় কাঁধ জমে যায় বলে মনে হয়

আবার একিলিস টেনডিনাইটিস বা প্ল্যান্টার ফাসাইটিস নামের সমস্যায় পায়ের গোড়ালি এবং পায়ের পাতার পেশি টেনডনে প্রদাহ হয়ফলে গোড়ালিতে ব্যথা করেসকালে পা ফেলতে কষ্ট হয়হাঁটতে, জগিং করতে বা দৌড়াতে কষ্ট হয়আঙুল হাতের তালুর পেশি টিস্যু সংকুচিত হলে হঠাৎ আঙুল বাঁকা হয়ে যায়, আর সোজা করা যায় নাএকে ট্রিগার ফিঙ্গার বলে

হাত আঙুলের ত্বক মোমের মতো পুরু হয়ে যেতে পারেপায়ের সন্ধিতে একটা জটিল সমস্যা হতে পারেযার নাম চারকোট জয়েন্টএতে পায়ের জোড়া ফুলে যায়, স্থানচ্যুতি হয় স্বাভাবিকতা হারায়


#ডায়াবেটিক্স #ড্যাবেটিস #diabetics 




No comments:

Post a Comment

  নরমাল ডেলিভারি নিয়ে যা যা আপনার জানা প্রয়োজন ! গর্ভাবস্থার শেষ ধাপটায় পৌঁছে গেছেন আপনি , প্রেগন্যান্সি গ্লো - তে রীতিমতো ...